কিডনি দিয়ে ভাইয়ের জীবন রক্ষা করলেন বোন

একেই বলে ভাইয়ের প্রতি বোনের ভালবাসা। বড় ভাইকে কিডনি দিয়ে বিরল ভালবাসার উদাহরণ সৃষ্টি করলেন বোন চপোলা মল্লিক।
বুধবার ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে মেহেরপুর জেলার মুজিবনগরের জেমস স্বপন মল্লিক বাবুর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
এর আগে জেমস স্বপন মল্লিক বাবুর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং প্রয়োজনে আরো দেবেন বলেও জানান।
জানা গেছে, জেমস স্বপন মল্লিক বিগত দুই বছর যাবৎ কিডনি রোগে ভুগছেন। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েও কোনো ফল পাচ্ছিলেন না তিনি। পরে ভারতের ভেলোর সিএমসি চেন্নাই হাসপাতালে ভর্তি হন। সেখানে গিয়ে জানতে পারেন তার দেহে একটি কিডনি রয়েছে।
এরই মধ্যে কিডনিটি ৮০ শতাংসই অকেজো হয়ে পড়েছে। তাকে কিডনি না দিলে অল্পদিনের মধ্যেই মারা যাবেন। অবশেষে জেমস স্বপন মল্লিকের ছোট বোন চপোলা মল্লিক তার ভাইকে কিডনি দেওয়ার ঘোষণা দেন। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক ঐ হাসপাতালে বুধবার তার বোনের দেওয়া কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
এদিকে জেমস স্বপন মল্লিক তার ফেইসবুকে লেখেন, গত ৪৫ দিন ১৫টি ডাইলাসিস গ্রহণ করলাম। আপনারা সবাই আমার বোন ও আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।