লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক সভা

লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক সভা
লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক সভা। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রী মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভূমি সেবা সংক্রান্ত প্রাথমিক পরিচয় প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ডসহ ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম। 

সভায় লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ভূমি অফিসের সার্ভেয়ার আবু আবদুল্লাহ নয়ন, নাজির আসাদুল ইসলাম রনি, ডেটা এন্ট্রি অপারেটর নজরুল ইসলামসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।