লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে লড়বেন শহিদ উল্যাহ সেলিম

লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে লড়বেন শহিদ উল্যাহ সেলিম
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন এ.কে.এম. শহিদ উল্যাহ সেলিম। এ জন্য নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এ.কে.এম. শহিদ উল্যাহ সেলিম। রাজনীতির পাশাপাশি সামাজিক ও ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে ইউনিয়নের কার্যক্রম গতিশীল করতে সাধারন ভোটারদের  সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন এ.কে.এম. শহিদ উল্যাহ সেলিম। তার মূল উদ্দেশ্য জনগণের খিদমত করার মাধ্যমে ইহকাল এবং পরকালের মুক্তি।

এ.কে.এম. শহিদ উল্যাহ সেলিম ৭ং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  অধ্যক্ষ মাওলানা আবু তাইয়্যেব সাহেবের ছেলে। পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ থাকায় তিনি এই পদে ভোটে লড়ে জয়ী হতে পারবেন বলে সাধারণ মানুষের ধারণা।

এ.কে.এম শহিদ  উল্যাহ সেলিম বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিশেষ করে বাংলাদেশ সরকারের বরাদ্দ যেমন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলেদের চাল, ভিজিএফ এবং প্রতিবন্ধী ভাতাসহ সরকারের উন্নয়ন মূলক সকল কাজ সততার সঙ্গে পরিচালনা করবেন বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, বিভিন্ন দিক দিয়ে এখনো পশ্চিম চরউমেদ ইউনিয়নের উন্নয়নে পিছিয়ে রয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের স্বপ্ন পূরণে ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন  মডেল হিসেবে গড়ে তুলবো। ইউনিয়নের প্রতিটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে কাজ করে যাবো। সে লক্ষ্যেই আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবো।

লালমোহননিউজ/ জেজে-এইচপি