লালমোহনে মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোলার লালমোহনে ফারজানা চৌধুরী রত্না আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ খেলা হয়। ফাইনাল খেলায় সপ্তম শ্রেণি বনাম দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মোট ৪০ মিনিটের খেলায় দশম শ্রেণিকে হারিয়ে ট্রাইবেকারে বিজয়ী হয় সপ্তম শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম।
এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক অনিল চন্দ্র, সহকারী শিক্ষক মোশারেফ হোসেন, আব্দুল হান্নান, মো. সুমন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি