লালমোহনে ১৫ মামলার আসামি দুর্ধর্ষ সামছুদ্দিন গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ডাকাতি, চুরি, দস্যুতা, অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরণসহ ১৫ মামলার আসামি দুর্ধর্ষ মো. সামছুদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। সোমবার দুপুরে সামছুদ্দিনকে আদালতে পাঠালে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এরআগে, রোববার (১৬ এপ্রিল) রাতে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সামছুদ্দিন ওই এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অন্তত ১৫ টি মামলা রয়েছে। ওইসব মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে গ্রেফতারকৃত সামছুদ্দিনকে সোমবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।