চরফ্যাশনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী
ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এক মাদরাসাছাত্রীর (১৬) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের নির্দেশে তিনি বিয়ে বন্ধ করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হয়েছি। বাল্যবিবাহ দেওয়া যাবে না- এ মর্মে কনের পিতা জহির মাঝির কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বিয়ে বাড়িতে গিয়ে কনে, কনের বাবা, মা এবং সেখানে আগত স্থানীয় লোকজনের সামনে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। এসময় তিনি ১৮ বছর না হলে কনের বিয়ে দেওয়া যাবে না মর্মে পিতা জহির মাঝির কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বিয়ে বন্ধ করে দেন।
লালমোহননিউজ/ -এইচপি