লালমোহনে ডাক্তার হওয়ায় এলাকাবাসীর সংবর্ধনা পেলেন তানবিরুল

লালমোহনে ডাক্তার হওয়ায় এলাকাবাসীর সংবর্ধনা পেলেন তানবিরুল
লালমোহনে ডাক্তার এম. তানবিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে ডাক্তার হয়ে এলাকায় ফেরার পর এম. তানবিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসার হলরুমে তাকে স্থানীয়রা সংবর্ধনা দেন। 

ডাক্তার এম. তানবিরুল ইসলাম ওই এলাকার সর্দার বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জের এম. মুনসুর আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ইন্টার্নী সম্পন্ন করেছেন।

লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া।  

এ সময় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া, লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস, লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. অলিউল্ল্যাহ, চাঁদ মিয়ার হাট দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুল গণি মাস্টারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

লালমোহননিউজ/ -এইচপি