ঘূর্ণিঝড় মোখা: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতে যুবলীগ নেতা জুলহাসের মানবিক টিম

ঘূর্ণিঝড় মোখা: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতে যুবলীগ নেতা জুলহাসের মানবিক টিম
ছবি: লালমোহন নিউজ

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে উপকূলীয় এলাকাগুলোতে দেখানো হয়েছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। এতে উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষজন। এসব মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে তাদের আশ্রয় কেন্দ্রে পৌছে দিতে কাজ করছেন ভোলার লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাসের মানবিক টিম।

শনিবার রাতে উপজেলার মেঘনা তীরবর্তী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় যুবলীগ নেতা জুলহাসের নেতৃত্বে অন্তত ১৫ সদস্যের একটি টিম বেড়িবাঁধের পাশে বাস করা মানুষের খোঁজ নেন। এছাড়া, এ টিমের সদস্যরা মেঘনা তীরে বাস করা মানুষদের ভয় না পেয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে কাজ করেন। যারা আশ্রয় কেন্দ্রে যেতে প্রস্তুত রয়েছেন, তাদের বিভিন্ন যানবাহনের মাধ্যমে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে যুবলীগ নেতা প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় নিয়মিত এলাকার খোঁজ-খবর নিচ্ছেন। তাঁর নির্দেশনা মেনে আমরা একটি টিম গঠন করে মেঘনা পাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। এরআগে শুক্রবার রাতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লইস এলাকায় আমরা কাজ করেছি। শনিবার পুরো দিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। এছাড়া, অসহায় অনেক পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছি।

যুবলীগ নেতা জুলহাস আরো বলেন, আসন্ন এই ঘূর্ণিঝড়ের ফলে যেন এলাকার কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য আমাদের টিমের সকল সদস্যরা সচেষ্ট রয়েছেন। এ টিমের সদস্যরা প্রস্তুত আছেন যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে এগিয়ে যেতে। আমরা চাই, আমাদের একটু কষ্টে অন্য মানুষরা ভালো থাকুক।

লালমোহননিউজ/ -এইচপি