লালমোহনে মাইক্রোবাসের ধাক্কায় চিকিৎসক নিহত, অভিযুক্ত চালক গ্রেফতার
 
                                    ভোলার লালমোহনে মাইক্রোবাসের ধাক্কায় চিকিৎসক নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে গ্রেফতারকৃত চালক এরশাদকে লালমোহন থানায় আনা হয়। তিনি টাইঙ্গাইলের নাগরপুর উপজেলার আড়ায়া এলাকার শুক্কুরের ছেলে।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুর্ঘটনায় নিহত হন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হিল্লোল দে। এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন ওই চিকিৎসকের চাচা সজল দে।
ওসি আরো জানান, দুর্ঘটনার পরে পালিয়ে যান মাইক্রোবাসের চালক এরশাদ। পালিয়ে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকার বোনের বাড়িতে আত্মগোপন করেন তিনি। তবে মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় সেখানে অভিযান চালায় লালমোহন থানার এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স। সোমবার ভোরে ওই চালককে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। এরপর রাতে ওই চালককে থানায় আনা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত মাইক্রোবাসচালক এরশাদকে আদালতে পাঠানো হবে।
লালমোহননিউজ/ -এইচপি
 
                         লালমোহননিউজ ডেস্ক
                                    লালমোহননিউজ ডেস্ক                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            