হাসান লিটন, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকা থেকে দেশীয় ২১ টি নেপালী অস্ত্র ও ১ টি দা সহ মো.আলী আজগর (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাছির খাল লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ ওই যুবককে আটক করে পুলিশ। আটককৃত যুবক লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের জালাল আহম্মেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুলার হাট থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাটের গাছির খাল লঞ্চঘাটে পটুয়াখালী-গলাচিপাগামী আল আরফা একতলা বিশিষ্ট একটি লঞ্চ থেকে তোষক ও কোলবালিশ পেঁচানো অবস্থায় ২১ টি নেপালী এবং ১টি দাসহ আলী আজগরকে আটক করা হয়। আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালাতে প্রেরণ করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি