তজুমদ্দিনে গাঁজা নিয়ে শ্বশুর বাড়িতে জামাই, অতঃপর...

তজুমদ্দিনে গাঁজা নিয়ে শ্বশুর বাড়িতে জামাই, অতঃপর...
ছবি: লালমোহন নিউজ

এম. নয়ন, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে গাঁজাসহ মো. নাহিদ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত নাহিদ পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের আজম খনকারের ছেলে।

এরআগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজকৃষ্ণ সেন সরকারি আবাসন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, আটককৃত ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজকৃষ্ণ সেন সরকারি আবাসন এলাকায় তার শ্বশুর বাড়ি। গত তিনদিন আগে ওই বাড়িতে আনুমানিক ১ কেজির মতো গাঁজা নিয়ে আসেন যুবক নাহিদ।

গোপনভাবে এমন তথ্য পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর ওই যুবকের কাছ থেকে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাকি গাঁজা ওই যুবক শ্বশুর বাড়িতে থেকে বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করেছে বলে ধারণা করছি। 

ওসি আরো বলেন, এ ঘটনায় আটক নাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-এইচপি