মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) দুপুর ১২ টায় ষষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে চরফ্যাশন-মনপুরার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন এই প্রতীক বরাদ্ধ দেন।
এতে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক-মোটর সাইকেল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া-আনারস ও যুবলীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান-দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান রাশেদ মোল্লা-টিউবওয়েল, মোঃ ছালাউদ্দিন হেলাল তালা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম- কলম, পারভীর আক্তার রেবু-হাঁস ও ইয়াসমিন জাহান মিনু-ফুটবল প্রতীক বরাদ্ধ পেয়েছেন। প্রতীক বরাদ্দের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
চতুর্থ ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। এতে মনপুরা উপজেলায় ৫টি ইউনিয়নে ৩১,৬৩৫ জন পুরুষ, ৩০,৮৪৭ জন মহিলা ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ৬২,৪৮৪ জন ভোট প্রয়োগ করবেন।
লালমোহননিউজ/ -এইচপি