টিভি না দেওয়ায় মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ

টিভি না দেওয়ায় মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ

ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ককে টিভি না দেওয়ায় ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন নূরনবী সুমন নামের এক মনোনয়ন প্রত্যাশী। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এমন অভিযোগ করেন। 
ওই লাইভে তিনি আরো বলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান টাকা ছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি টিভির জন্য লোক পাঠান। টিভিগুলো তার নির্বাচনী এলাকার বিভিন্ন ক্লাবে দিবেন। টাকা ছাড়া আমি টিভি দিতে অস্বীকার করি। কারণ এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারপরও তার ছোট ভাই পাঁচ হাজার টাকা দিয়ে একটি টিভি নিয়ে যায় আমার শোরুম থেকে। আমি তাকে (মিজানকে) টিভি দেইনি এই ক্ষোভে তিনি আজকে আমার মনোনয়ন ফরম অন্য একজনের কাছে বিক্রি করে দেন।
লাইভে তিনি বলেন, যিনি মনোনয়ন পেয়েছেন তাকে জাতীয় পার্টিতে আমিই এনেছি। আমার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি। আমি লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় জাতীয় পার্টিকে সব সময় চাঙা রাখতে কাজ করছি। দলের পিছনে আমার অনেক অর্থ ব্যয় হয়েছে।
অভিযোগকারী নূরনবী সুমন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ভোলা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লালমোহন উপজেলার সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরনবী সুমন ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
এ বিষয়ে ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে জানান, এই সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। এখানে আমার কোনো হাত নেই।

লালমোহননিউজ/-জেডি