তজুমদ্দিনে নৌবাহিনীর দুই ভূয়া সদস্য আটক
nobahini
ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া মো. রহিম ভুঁইয়া (৪৮) ও মো. সজীব (৩০) নামে দুইজনকে আটক করেছে চরবাসী। জানা যায় সোমবার বিকেলে উপজেলার চাদঁপুর ইউনিয়নের চরমোজাম্মেলে স্থানীয় বাসিন্ধাদের সরকারি ভাবে গরু ও সেলাইমেশিন দিবে বলে পাঁচশত/একহাজার করে টাকা দাবি করে। যারা টাকা দিবে তাদেরকে পাকা ভাউচার দেয়া হবে। তাদের কাছে একটি রেজিষ্টার ও দুই ধরনের পাকা ভাউচার পাওয়া যায়। তাদের দুই জনই নৌবাহিনীর পোশাক, ক্যাপ, সানগ্লাস ও জুতা পরিহিত ছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে সোমবার রাতে স্থানীয়রা তাদেরকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দেয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল রাতে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া ভূয়া ২জনকে আটক করে চরমোজাম্মেলের লোকজন । খবর পেয়ে মঙ্গলবার সকালে তজুমদ্দিন থানা পুলিশ তাদের তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের সাথে কথা বললে তারা যে প্রতারণা করেছে তা তারা স্বীকার করে।পরে তাদেরকে আটক করা হয়। আটককৃত মো. রহিম ভূঁইয়ার বাড়ী কুমিল্লা জেলায় এবং মো. সজিবের বাড়ী লক্ষীপুর জেলায়। তাদের বিরুদ্ধে প্রতারণা মামালা দায়েরের প্রস্তুতি চলেছে।
লালমোহননিউজ/-জেডি