স্নেক আইল্যান্ডে জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের ৫০০তম দিনে কৃষ্ণ সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সেই স্নেক আইল্যান্ডে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দ্বীপটিতে আকস্মিক সফরে গিয়ে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন তিনি।
২০২২ সালে রুশ যুদ্ধজাহাজের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বান ইউক্রেনীয় সেনারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের পর বিশ্বজুড়ে পরিচিতি পায় স্নেক আইল্যান্ড। কিছুদিন রুশ সেনারা দ্বীপ নিয়ন্ত্রণের দাবি করলেও পরবর্তীতে দখলে নেয় কিয়েভ।
ভিডিওবার্তায় স্নেক আইল্যান্ডকে বিজয়ের ভূখণ্ড বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমি এই বিজয়ের ভূখণ্ড থেকে ধন্যবাদ জানাতে চাই, এই ৫০০ দিনের জন্য। আমাদের প্রতিটি সেনাকে ধন্যবাদ জানাই।
এর আগে, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে একটি নৌকায় করে জেলেনস্কিকে দ্বীপে ভিড়তে দেখা যায়। একটি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেশ কিছু ছবি তোলেন সেখানে। সূত্র: দ্য টেলিগ্রাফ