পাগলির সন্তানের বাবা কে?

পাগলির সন্তানের বাবা কে?
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারী বাচ্চা প্রসব করেছেন। তিনি উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়রা সবাই তাকে পাগলি হিসেবেই চেনেন। 

শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজারে এলাকায় ঐ নারী একটি ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎ করেই ওই পাগলি বাচ্চা প্রসবের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই নারী মানসিক ভারসাম্যহীন থাকায় নিজের নাম পরিচয় ও বাচ্চার বাবা পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. মো. মামুনুর রহমান বলেন, শনিবার দুপুরের পর স্থানীয়রা একজন নারীকে তার বাচ্চাসহ হাসপাতালে নিয়ে আসেন। পরে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। বাচ্চাটির ওজন অনেক কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই নারীকে একই হাসপাতালে মানসিক বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার এসআই এস. এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এইচপি