ঝড়ের কবলে পড়ে তজুমদ্দিনে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ঝড়ের কবলে পড়ে তজুমদ্দিনে ট্রলার ডুবে জেলে নিখোঁজ
ফাইল ছবি

এম. নয়ন, তজুমদ্দিন (ভোলা) থেকে: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের কবলে পড়ে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। বাদশা মিয়া নামে ৫০ বছর বয়সী ওই জেলে উপজেলার মলংচড়া ইউনিয়নের মৃত মজিবল হকের ছেলে। শুক্রবার দুপুরে মেঘনা নদীর মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মলংচড়া চর থেকে চার জেলেসহ একটি মাছ ধরা ট্রলার তীরে ফেরার সময় নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাদশা মিয়া এখনো নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রলার ডুবে এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছি। ওই জেলের সন্ধানে তৎপরতা চলছে।

লালমোহননিউজ/ -এইচপি