অসুস্থ শিশুকে ডাস্টবিনে ফেলে গেল পরিবার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টাইগারপাস এলাকার দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, শিশুটির মধ্যে প্রতিবন্ধিতার লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবার তাকে সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর শিশুটিকে চমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি সমাজসেবা অধিদফতরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
-এইচপি