লালমোহনে প্রাথমিক শিক্ষকদের প্রতিবাদ সভা

ভোলার লালমোহন উপজেলায় প্রতিবাদ সভা করেছেন প্রাথমিক শিক্ষকরা। বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এক বক্তব্যে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম (খোকন মহাজন) বলেন, লালমোহনের পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহাবুব আলম আমাদের এই সমিতির একজন অন্যতম সদস্য। তিনি গত ১৬ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার্ড করেন।
সেখান থেকে শিক্ষক মাহাবুব আলমকে আবার ঢাকায় পাঠানো হয়। মানবিক দিক বিবেচনা করে সহকর্র্মী মাহাবুব আলমের চিকিৎসার খরচ জোগাতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আর্থিক ফান্ড গঠন করার উদ্যোগ নেয়া হয়। তবে এরইমধ্যে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের মধ্যে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এই শিক্ষক নেতা আরো বলেন, ওই অডিওতে সাবেক এমপি শাওনকে বলতে শোনা যায়; শিক্ষক মাহাবুব আলম আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী। যার জন্য তাকে বিএনপির নেতাকর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছেন। প্রকৃত পক্ষে এ ধরনের কোনো ঘটনার সত্যতা শিক্ষক এবং সুধী সমাজ খুঁজে পায়নি। তার পরিবারের পক্ষ থেকেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। সাবেক এমপি শাওনের এ ধরনের মিথ্যা অপবাদের বিরুদ্ধে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ সভায় লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আইয়ুব খান, কার্যনির্বাহী সম্পাদক মো. মিজানুর রহমান পলাশসহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি