লালমোহনে অর্ধশত কৃষককে নিয়ে ‘পার্চিং উৎসব’

লালমোহনে অর্ধশত কৃষককে নিয়ে ‘পার্চিং উৎসব’
লালমোহনে পার্চিং উৎসবে অতিথি এবং কৃষকরা। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় অর্ধশত কৃষককে নিয়ে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকায় কৃষকদের উদ্বুদ্ধ করতে এ উৎসব অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে গাছের ডাল পুঁতার মাধ্যমে প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতিকর পোকা দমন করা। জমিতে পুঁতা ওই ডালে পাখি বসে তারা পোকা খেয়ে ফসলের ক্ষতিকর পোকা দমন করে। ফসল রোপণের পরপরই পার্চিং করতে হয়।

ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট ওপরে পার্চিং করতে হয়। এই পার্চিংয়ের কারণে পাখির বিষ্ঠা জমিতে পড়ে উর্বরতা বৃদ্ধি পায়, যা ফলন বৃদ্ধিতে সহায়ক। এই পদ্ধতি পরিবেশবান্ধব, এতে কৃষকদেরও খরচ অনেকাংশে কমে যায়। 

পার্চিং উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর।

এ ছাড়াও এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি