ত্রাণ পেতে ফিলিস্তিনিদের হাহাকার

ত্রাণ পেতে ফিলিস্তিনিদের হাহাকার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। নজিরবিহীন হামলার কারণে গাজায় দেখা দিয়েছে খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক সংকট। আর এমন পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্যের গুদামে হামলা চালিয়েছেন সাধারণ মানুষ।

জাতিসংঘের বিশেষ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাদ্যের গুদামে হামলা চালিয়ে সেখান থেকে আটা-ময়দার মতো অতি প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মানুষ হতাশ হয়ে বেপরোয়া হয়ে যাচ্ছেন। আর এসব হতাশা ও যুদ্ধের কারণে গাজায় যে কোনো সময় আইনের শাসনে ধস নামতে পারে।

এ ব্যাপারে সংস্থাটির পরিচালক থমাস হোয়াইট বলেছেন, ‘তিন সপ্তাহের যুদ্ধ এবং গাজায় কঠোর অবরোধের পর— এটি খুবই উদ্বেগের যে গাজায় আইনের শাসন ভেঙে পড়া শুরু করেছে। মানুষ ভীত ও হতাশ।’

তিনি আরো বলেছেন, ‘ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় মানুষের মধ্যে চিন্তা ও ভয় আরো বেড়েছে। গাজাবাসী মনে করছে তারা নিজেদের পরিবার ও বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।’

গাজায় ইসরায়েল হামলা চালানো শুরুর পর মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে কিছু ত্রাণ প্রবেশ করেছে। যেগুলো দেইর আল-বালাহর একটি গুদামে রাখা হয়েছিল। ওই গুদামেও অনেক মানুষ প্রবেশ করে জোরপূর্বক ত্রাণ নিয়ে গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। সূত্র: আল-জাজিরা

লালমোহননিউজ/ -এইচপি