সরকারের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে যে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। আর এ কারণেই তারা এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে।’
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘গ্রেফতার নেতারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর ভোটারবিহীন আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে, প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন বর্বর ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন ও কারাবন্দি করা অব্যাহত রেখেছে। দেশব্যাপী নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম দেশটি এখন মগের মুল্লুক। বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত।’
ফখরুল বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে।’
বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
-এইচপি
-