মাইকে ঘোষণা দিয়ে দিনদুপুরে আগুন-লুটপাট

মাইকে ঘোষণা দিয়ে দিনদুপুরে আগুন-লুটপাট
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে চোরের বাড়ি দাবি করে দিনদুপুরে এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে জনতা। করেছে লুটপাট। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আ. হালিম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন পূর্বে একই ইউনিয়নের টেকপাড়া গ্রামের জনৈক ব্যক্তির দুটি গরু চুরি করে নিয়ে আসে হালিম মেম্বারের ভাই রসুমউদ্দীনের ছেলে মানিক মিয়া। খোঁজাখুঁজির একপর্যায়ে গরু উদ্ধার হয় রসুমউদ্দীনের ছেলে মানিকের ঘর থেকে। গত দু’দিন পূর্বে এলাকাবাসীর সহযোগিতায় গরুগুলো ফিরিয়ে নিয়ে যায় মালিকপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী সংগ্রামখালী, বিষ্টুপুর, টেকপাড়া গ্রামের এক হাজার থেকে পনেরশ’ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইকে ঘোষণা দিয়ে রসুমউদ্দীনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রসুমউদ্দীন ও তার ছেলে মতিউর, আতাবুর, মানিক, জুয়েল, সুমন মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় ১৮টি ঘর। এ সময় ঘরগুলোতে থাকা এক হাজার মণের ওপরে ধান-চাল পুড়ে গেছে। লুটপাট হয়েছে ৩৬টি গরু, হাঁস-মুরগি, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহাম্মেদ জানান, ইউএনও অরুণ কৃষ্ণ পালসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

লালমোহননিউজ/ -এইচপি