চরফ্যাশনে ঘরের আড়ায় ঝুলে জীবন দিলো কিশোরী

চরফ্যাশনে ঘরের আড়ায় ঝুলে জীবন দিলো কিশোরী
প্রতিকী ছবি

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় বসতঘরের শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে মোসা. ফারিয়া নামে ১৫ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাংলাপাতা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফারিয়া ওই এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে।

ওই কিশোরীরর চাচা মাকসুদুর রহমান জানান, ফারিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। যার ফলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ফারিয়া বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছু সময় পর ফারিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই মারা যায় ফারিয়া। 

এ বিষয়ে শশীভূষণ থানার ওসি মু. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই কিশোরীর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি