লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা
ছবি: লালমোহন নিউজ

আরশাদ মামুন, স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিদায় বেলায় দেখা করতে আসলে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে বদলি হয়েছেন। তিনি দেড় বছর অত্যন্ত সুনামের সঙ্গে লালমোহন সার্কেলে দায়িত্ব পালন করেছেন। লালমোহন প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে এসে বিদায় বেলায় বিগত সময়ে দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারন করেন।

লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

লালমোহননিউজ/ -এইচপি