‘দেশে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দরকার’
ভোলার লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরশহরের উত্তর বাজার মসজিদের সামনে লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মো. লোকমান হুসাইন জাফরী বলেন, দলীয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কোনোটাই এদেশের জন্য মঙ্গলজনক নয়। এদেশের ভবিষ্যৎ শাসনের জন্য দরকার জাতীয় সরকারের অধীনে নির্বাচন।
তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে ইসলামী নীতি চালু করা দরকার। বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল কেউই ইসলামের জন্য এগিয়ে আসেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় এলে ইসলামের কল্যাণে কাজ করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু ইউসুফ, ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম তারেক, জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোলেহউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ - জেজে/এইচপি