লালমোহনে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালা
‘অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় অর্থনৈতিক শুমারি শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রমের তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন পৌরশহরের আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আবু হাসনাইন এবং প্রশিক্ষক মো. আইয়ুব আলীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি