চরফ্যাশনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবার উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

শিপু ফরাজী, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ।
বুধবার বিকালে উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন কুকরি-মুকরির পাতিলা এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে এ ত্রাণ প্রদান করা হয়। গত ২৬মে থেকে ২৭ মে ২০২৪ পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলা চর কুকরি-মুকরি ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ও স্বাভাবিকের চেয়েও ৮থেকে ১০ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে ।
প্রচন্ড বাতাস-বৃষ্টি ও অতিরিক্ত পানির কারণে অনেক ঘর-বাড়ি-খামার ও গাছপালা নষ্ট হয় এবং গরু-মহিষ-ছাগল-ভেড়া পানিতে ভেসে গেছে । এ সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) পক্ষ থেকে ত্রাণ হিসেবে ২ কেজি চিরা, ১কেজি গুড়, এক পেকেট বিস্কিট, লাইট-মোমবাতি ও পানির জেরিক্যান এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) মোঃ ফারুক হোসেন (প্রকল্প সমন্বযকারী পিপিইপিপি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হারুনুর রশিদ (সহকারী ঋণ সমন্বযকারী), মোঃ শাহাবুদ্দিন (টেকনিক্যাল অফিসার), মোঃ ফখরুল ইসলাম হাসীব (নিউট্রিশন অফিসার) এবং মোঃ আনিচুর রহমান (শাখা ব্যবস্থাপক চর কুকরী মুকরী শাখা)।
পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিনের দিক-নির্দেশনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ ) ১৯৮৭ সাল থেকে গরীব জনসাধারণের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। এছাড়া ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি সামাজিক কাজ যেমন: বিভিন্ন প্রকল্পের মাধ্যমের স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনসহ যাবতীয় উন্নয়ন মূলক কাজ করছে।
লালমোহননিউজ/ -এইচপি