ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

"বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি" এ শ্লোগান নিয়ে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম মাহবুবুল আলম, ওসি তদন্ত এনায়েত হোসেন। এসময় তারা সময়োপযোগী সচেতনতামুলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম, সহকারী অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, প্রভাষক মোঃ জহিরুল হক, সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ রিয়াজ মাহমুদ, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেনসহ অত্র কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ।
লালমোহননিউজ/জেডি