তেঁতুলিয়া নদীতে মাছ ধরা ট্রলারে ঘুমন্ত জেলেদের উপর কার্গোর ধাক্কায় ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু

A fisherman died after the trawler sank after its cargo hit the fishermen sleeping on the fishing trawler in Tetulia river.

তেঁতুলিয়া নদীতে মাছ ধরা ট্রলারে ঘুমন্ত জেলেদের উপর কার্গোর ধাক্কায়  ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু
নাজিরপুর ঘাটের ছবি । নাজিরপুর পেজ থেকে নেওয়া ।

মো. জসিম জনি।।
ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকায় ঘুমন্ত জেলেদের উপর মালবাহী কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসয়ম ৫ জেলে জীবিত উদ্ধার হলেও জিহাদ নামে এক জেলের মৃত্যু হয়। বুধবার রাত ৩টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে জিহাদ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সজ্জল বাড়ির শাজাহান সজ্জলের ছেলে। 

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, কার্গোর ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। 

উদ্ধার হওয়া ৫ জেলেদের মধ্যে দেলোয়ার হোসেন, বিল্লাল, হানিফ, মারুফসহ অপর একজন নদীতে পড়ে আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেরা জানান, তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে মাছ ধরতে নামে তারা। এক পর্যায়ে ট্রলারে ঘুমিয়ে পরে সকলে। রাত ৩টার দিকে একটি দ্রুতগামী মালবাহী কার্গো তাদের ট্রলারের দিকে ছুটে আসতে দেখে চিৎকার করে ৫জনে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কার্গোটি ট্রলারের ইঞ্জিন রুমে ঘুমিয়ে থাকা জিহাদকেসহ ধাক্কা দিলে ট্রলার ভেঙ্গে ডুবে যায়। এতে তার মৃত্যু হয় বলে উদ্ধার পাওয়া জেলেরা জানান।