ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক
ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমানসহ ৭ জনকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র ও ৮টি কাঠের বাট উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর এক প্রেসব্রিফিংয়ে জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা দীর্ঘদিন থেকে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো অপকর্ম পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়িতে তল্লাশি চালায় যৌথ বাহিনী সদস্যরা। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সব আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
লালমোহননিউজ/ -এইচপি