তজুমদ্দিনে ৭ জেলে আটক, আগুনে পুড়িয়ে অবৈধ জাল ধ্বংস

এম. নয়ন, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়। এছাড়া আটক করা হয় ৭ জেলেকে। আটককৃত জেলেদের মধ্যে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন বলেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ওইসব জাল মঙ্গলবার রাতে শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানের সময় একটি নৌকা ও ৭ জেলেকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বাকি পাঁচ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত মাছ ধরা নৌকাটি আমাদের হেফাজতে রাখা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি