তজুমদ্দিনে মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ ২৮টি চাই আগুনে পুড়িয়ে ধ্বংস
এম. নয়ন, প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস অফিসের অভিযানে পাঙ্গাস মাছ শিকারের অবৈধ ২৮টি চাই এবং প্রায় ৮৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ মেঘনা নদীর মনপুরা উপজেলার বইস্যার চর ও লালমোহন উপজেলার ৮ নম্বর চরের দক্ষিণাংশে অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে পাঙ্গাস মাছ শিকারের ২৮টি চাই এবং প্রায় ৮৫০ কেজির পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। পরে তজুমদ্দিন স্লুইজগেট এলাকায় জব্দ করা ২৮টি অবৈধ চাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া পাঙ্গাশের পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন এবং সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল-আমিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি