লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. তাহসিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাইমারা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তাহসিন দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকায় মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকছে শিশু তাহসিন। ঘটনার সময় তার মা ঘরে কাজ করছিলেন। এরমধ্যে শিশু তাহসিন খেলার লক্ষে ঘর থেকে বের হয়।

তবে অনেক সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে তাহসিনকে খুঁজতে বের হন তার মাসহ পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পুকুরে গেলে সেখানে শিশু তাহসিনকে ভাসতে দেখে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক তাহসিন মৃত বলে জানান।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।