বোরহানউদ্দিনে চার গাঁজা গাছসহ গৃহবধূ আটক, পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন স্বামী

বোরহানউদ্দিনে চার গাঁজা গাছসহ গৃহবধূ আটক, পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন স্বামী
বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ পুলিশের হাতে আটক গৃহবধূ রেহানা বেগম। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চারটি গাঁজা গাছ এবং ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ রেহানা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যমধলী এলাকার গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত গৃহবধূ রেহানা বেগম ওই এলাকার মো. নাহিদের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন নাহিদ।

বোরহানউদ্দিন থানার এসআই মো. সিজার হোসেন জানান, ওই গৃহবধূ এবং তার স্বামী ঘরের আঙিনায় ইচ্ছাকৃতভাবে এসব গাঁজা গাছ রোপণ করেছেন। এই গাছ পরিচর্যা করে বড় করার পর এখান থেকেই গাঁজা বিক্রির লক্ষ্য ছিল তাদের। তবে তা আর হয়ে উঠেনি। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোপণ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ গৃহবধূ রেহানাকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নাহিদ পালিয়ে গেছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় স্বামী-স্ত্রীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটককৃত গৃহবধূ রেহানা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি ও রেহানার স্বামী নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

লালমোহননিউজ/ -এইচপি