হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. ইউসুফ মাঝি (৬৫) নামে এক বৃদ্ধ অটো চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চরকচ্ছপিয়া চার্চ কলনীর শাহাবুদ্দিনের বসতঘরের পাশে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মাঝি ঢালচর ইউনিয়নের বাসিন্দা মৃত মো. রহিম বক্সের ছেলে। বর্তমানে ইউসুফ মাঝি চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইউসুফ মাঝি'র আত্মীয় শারমিন বেগম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আমার তালোই ইউসুফ মাঝি তার ব্যাটারি চালিত অটোরিকশাটি আমাদের বাসার পাশে প্রতিদিনের ন্যায় আজও চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়। তবে প্রতিদিন তার কর্নপাত শোনা গেলেও ঘটনার সময় কোনো কর্নপাত শোন যায়নি। পরে আমি ঘরের দরজা খুলে দেখি অটোরিকশার সাথে বিদ্যুতায়িত হয়ে ইউসুফ মাঝি'র হাত-পা লেগে রয়েছে।
এরপর আমি ডাক চিৎকার করতে থাকি এবং বসতঘরের কারেন্টের মেইন সুইস বন্ধ করে দিলে তালোই ইউসুফ মাঝি মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে ইউসুফ মাঝি'র শ্বশুর বাড়ি চরমানিকা ৪ নম্বর ওয়ার্ড হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাপন সম্পন্ন হয়।
ঘটনার বিষয়ে নিশ্চিত দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় অটোরিকশা চালক ইউসুফ মাঝি'র মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি
What's Your Reaction?