বোরহানউদ্দিনে দুই শহিদ পরিবারকে ৭ লাখ টাকা অনুদান

বোরহানউদ্দিনে দুই শহিদ পরিবারকে ৭ লাখ টাকা অনুদান
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুই শহিদ পরিবারকে পাকা ঘর নির্মাণের জন্য নগদ ৭ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিলের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফিজল হকের ছেলে শহিদ সুজনের পরিবারকে ৫ লাখ টাকা ও ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল দেউলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ কন্ট্রাক্টরের ছেলে। এরআগে শুক্রবার বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হকের ছেলে শহিদ সোহেলের পরিবারকে নগদ ২ লাখ টাকা প্রদান করেন তিনি।

এ সময় বোরহানউদ্দিন পৌরসভা ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব রেজা ও সাধারণ সম্পাদক ফরিদ জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল বলেন, আমার ব্যক্তিগত অর্থায়নে জুলাই-আগষ্টে বোরহানউদ্দিন উপজেলার নিহত সকল শহিদ পরিবারকে একটি করে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে শহিদ সুজন ও সোহেলের পরিবারের ঘরের কাজ শুরু করা হয়েছে। এজন্য তাদের পরিবারকে নগদ ৭ লাখ টাকা প্রদান করেছি। ঘর নির্মাণ শেষ হওয়া পর্যন্ত সব খরচ আমি ব্যক্তিগতভাবে বহণ করবো।

লালমোহননিউজ/ -এইচপি