লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্যাহ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্যাহ ওই এলাকার নূর মিয়া হাওলাদার বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, শিশু আব্দুল্যাহ তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতো। সেখান থেকে লঞ্চযোগে বাবা-মায়ের সঙ্গে বুধবার সকালে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সে। বাড়িতে আসার পর পরিবারের সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু আব্দুল্যাহ। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে আব্দুল্যাহকে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্যাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ ধরনের কোনো সংবাদ আমাদের জানা নেই। তবে জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি