বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের মানুষের শান্তি নয়, তারা এখন ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। বিএনপি-জামায়াত কর্মসূচির মাধ্যমে যদি দেশে অরাজকতা সৃষ্টি করে তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমুচিত জবাব দিবে।
রোববার সকালে ভোলার লালমোহন থানার মোড়ে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যার জন্য বিশ্ব দরবারেও বাংলাদেশ এখন মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দাঁড়িয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
বিক্ষোভ সমাবেশ শেষে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে পৌরশহরের থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ জেজে-এইচপি