সরকার গ্রামীণ জনপদকেও উন্নত করেছে: এমপি শাওন

সরকার গ্রামীণ জনপদকেও উন্নত করেছে: এমপি শাওন
লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ছবি: লালমোহন নিউজ

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গ্রামীণ জনপদেও ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

রোববার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আওয়ামী লীগ সরকার গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য দূর করেছে। এর ফলে বর্তমানে গ্রামাঞ্চলের জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে।

এর আগে, জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এ মেলায় বিভিন্ন সরকারি দফতরের উন্নয়ন তুলে ধরে সাতটি স্টল বসেছে।

লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজীব সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

লালমোহননিউজ/ -এইচপি