সামাজিক অপরাধমুক্তিতে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম: এমপি শাওন

আরশাদ মামুন, স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ সকল অন্যায়-অপরাধ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।
সোমবার বিকেলে খেলার লাকি কুপন ড্র লটারীতে প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়ার সময় এমপি শাওন এসব কথা বলেন।
উল্লেখ্য, রোববার (১১জুন) বিকেলে লালমোহন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, অতিরিক্ত সাধারন সম্পাদক রাহাত আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় ০-২ গোলে বদরপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ জয় লাভ করে।
-এইচপি