এম. নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাস্ট্রীয় সুবিধা তৃণমূল পর্যায়ে প্রকৃত সুবিধাভোগীর মাঝে বন্টন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ভোলা -৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে তজুমদ্দিন উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ ভাতা ভোগীদের রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা সঠিক বন্টনের দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, মলংচড়া চেয়ারম্যান নুরনবী শিকদার, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু তাহের, সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্র নাথ, মৎস্য অফিসার আমির হোসেনসহ আরো অনেকে।
লালমোহননিউজ/ -এইচপি