লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন

ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মঙ্গলসিকদার বাজারে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নূরনবী, সাধারণ সম্পাদক মুহ: মামুন মাসউদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেজে/এইচপি