শোক দিবস উপলক্ষে লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

শোক দিবস উপলক্ষে লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের ১৫ আগষ্ট শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারের উদ্যোগে ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।। 

পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখা যুবলীগের সভাপতি রুহুল আমিন ফরাজীর সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন,  সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শহিদুল্যাহ সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি