শেখ হাসিনার জন্যই দেশের স্বাস্থ্যখাত সমৃদ্ধ: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে স্থাপন করা দেশের প্রতিটি গ্রাম-গঞ্জের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের সুফল ভোগ করছেন সাধারণ মানুষ। যা দেশের ইতিহাসে অনন্য নজির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই দেশের স্বাস্থ্যখাত এখন সমৃদ্ধ।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. অমিত কর্মকারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে লালমোহন উপজেলা পরিষদ চত্ত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৭ জন জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।