বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা বিদেশীদের কাছে দৌড়ে মনে করছেন বিদেশীরাই তাদের ক্ষমাতায় বসিয়ে দিবেন।
রবিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলার পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলন প্রমূখ।
অনুষ্ঠান শেষে লালমোহন উপজেলার ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
লালমোহননিউজ/ জেজে-এইচপি