ইঞ্জিনিয়ার নোমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ইঞ্জিনিয়ার নোমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
ছবি: সংগৃহীত

বিবিএস ক্যাবলস লিমিটেড ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন, ব্যাপক দুর্নীতি-অনিয়ম ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন রাফিজ নামে এক ব্যক্তি।

২৮ আগস্ট দুদক কার্যালয়ে জমা দেওয়া ওই অভিযোগপত্রে বলা হয়, বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ব্যাপক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তার বিবিএস ক্যাবলসের শেয়ার মার্কেট কেলেঙ্কারি দেশব্যাপী মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। তা পরবর্তীতে কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র জরিমানা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সৃষ্ট তদন্ত ও নানা অপকর্মের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ একান্ত প্রয়োজন। তাই, বর্ণিত বিষয়ের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারী।

অভিযোগের বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সজিব জানান, অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য কমিটি রয়েছে। তারা এ অভিযোগ পর্যালোচনা করবে। এরপর কমিশন যদি মনে করে তবে তদন্ত শুরু হবে। খবর: আজকালের খবর

লালমোহননিউজ/ -হাসান পিন্টু