লালমোহননিউজ২৪ ডটকম॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে ২দিনের সফরে আজ লালমোহন ও তজুমদ্দিনে আসছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে হেলী কপ্টারযোগে তিনি তজুমদ্দিনের বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনে অবতরণ করবেন।
সেখানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করবেন বলে জানিয়েছেন, আওয়ামীলীগের দায়িত্বশীল একটি সূত্র। এছাড়াও সেখানে গুচ্ছগ্রাম পরিদর্শন ও সমাবেশ করবেন, সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সন্ধ্যায় তজুমদ্দিন থেকে সড়ক পথে লালমোহনে আসবেন তিনি।
শনিবার সকাল থেকে লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
আওয়ামীলীগ ক্ষমতায় আসারপর তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনে শিক্ষারমান বৃদ্দির লক্ষে দৃষ্টি নন্দন বিদ্যালয় ভবন নির্মাণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ভবন, মসজিদ, মাদ্রাসা নির্মাণসহ গুচ্ছগ্রামে অসহায় মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন।
এদিকে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র চর জহিরুদ্দিনে আগমণকে কেন্দ্র করে সেখানে বসবাসকারী নারী-পুরুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
হাসান পিন্টু
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত