রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। মাঠে নামলেই কিছু না কিছু অর্জন করে ফেরা যেন তার রীতি।আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়।
দুর্দান্ত এক ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এই তারকার অপেক্ষায় আছেন তার স্ত্রী-সন্তানরা। দ্রুতই তাকে বাড়িতে ফিরতে বললেন তার স্ত্রী আন্তোনেলা রুকুজ্জু।
আর মেসির সেই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী রুকুজ্জু। মেসিকে দ্রুত বাড়িতে ফেরার কথা জানিয়ে লিখেছেন, হয়েছে, এখন বাড়িতে আসো। আমরা তোমাকে মিস করছি।
চলতি মৌসুমের শুরুতে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে হয়েছিল মেসিকে। হুট করে নতুন শহর ও নতুন ক্লাবে এখনও সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। তবে জাতীয় আগের মতোই সাবলীল। আর সেখানে মৌসুম শেষটা করলেন দারুণ।
উল্লেখ্য, রোববারের ম্যাচে জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী মেসিকে আগে কখনো দেখা যায়নি। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন মেসি। ৪৫তম মিনিটে দ্বিতীয়বার বল জালে পাঠান তিনি। বিরতির মাঠে নেমেই ৪৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। ৭১ ও ৭৬ মিনিটে করেন আরো ২ গোল। -এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত