বিনোদন ডেস্কঃ বাণিজ্যিক ছবিতে হিরো হিসাবেই তাঁকে চিনেছে বলিউড। কখনও নাচে-গানে জমিয়ে রেখেছেন চিত্রনাট্য, কখনও বা শত্রুর ডেরা থেকে নায়িকাকে উদ্ধার করেছেন বীরদর্পে।
কেরিয়ার যত এগিয়েছে একে একে সিরিয়াস চরিত্রেও পর্দা জুড়ে থেকেছেন বলি-বাদশা। তিনি শাহরুখ খান। তবে এবার একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে।
নতুন এক ছবিতে শাহরুখকে একজন বামনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিং খানের আগামী ছবির টিজারও প্রকাশ পেয়েছে। ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’–এর ব্যানারে তৈরি হচ্ছে এ সিনেমা।
ছবিটি প্রযোজক গৌরী খান। ছবিটির টিজার লিংক টুইটারে শেয়ার করে শাহরুখ খান লিখেন, “ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি রাখলাম।
ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ছবিটিতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অন্যদিকে, মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে।
১ মিনিটের প্রকাশ করা ট্রেলারটিতে দেখা যাচ্ছে- একটি পুরনো বলিউড গানের সঙ্গে বামনাবতারে শাহরুখ নাচতে নাচতে প্রবেশ করছেন। রয়েছে একটি মাত্র সংলাপ। শোনা যাচ্ছে চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি।
‘বাজেট অধিবেশন ৫ জুন’
1996 Shares Share on Facebook Share on Twitter একাদশ জাতীয়......বিস্তারিত